শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  শরীয়তপুর সংবাদদাতা  রবিবার | জুন ৬, ২০২১ | ০৬:২১ পিএম

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানিয়েছে শরীয়তপুরের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (৬ জুন) সকাল ১০টার দিকে জেলার শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তা আমরা প্রত্যাখান করছি। দেশে যখন সবকিছু চালু আছে তখন কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে? অবিলম্বে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক।

এ সময় শিক্ষার্থীদের পক্ষে
মুমিনুল ইসলাম রায়হান, জিকে সাজ্জাদ, বিকাশ মন্ডল, সাইফ রুদাদ, কামরুজ্জামান হৃদয়, সাদিয়া ইসলাম, তাজমুল মাঝি, পারভেজ সাইম বক্তব্য দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছেন।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন পারভেজ সাইম, বিকাশ মন্ডল, তাজমুল মাঝি, জিকে সাজ্জাদ, সাদিয়া ইসলাম আনিকাসহ অনেকে।