আগামীকাল ভারতে মুক্তি দেয়া হবে ‘মুজিব’ বায়োপিক

বাংলাদেশে সাড়া ফেলার পর ভারতে মুক্তি পেতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’। আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) ভারতে মুক্তি দেয়া হবে সিনেমাটি। এর আগে বুধবার (২৫ অক্টোবর) মুম্বাইয়ে ভারতীয় চলচ্চিত্রের জাতীয় জাদুঘরে বাংলা ও হিন্দিতে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন সিনেমাটির কেন্দ্রীয় অভিনেতা আরিফিন শুভ বিএফডিসির কর্মকর্তারা।
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনোটির বিশেষ শো’তে পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে ছিলেন ভারতের সিনেমা সংশ্লিষ্টরা।
এদিকে বুধবার ‘মুজিব’ সিনেমার বিশেষ প্রদর্শনীর পর আরিফিন শুভর প্রশংসা করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
নাসিরুদ্দিন শাহ আফসোস করে বলেন, শ্যাম বেনেগাল সাহেবের এমন খুব কমই সিনেমা আছে, যেগুলোতে আমি নেই। আমার আফসোস যে আমি এ সিনেমাতে নেই, কেননা এটি বাংলা ভাষায় তৈরি হয়েছে।
সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। খন্দকার মোশতাক আহমদের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। কিশোর শেখ মুজিব চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি।
এ ছাড়া রেণু (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া, শেখ রেহানা চরিত্রে সাবিলা নূর, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ, এ কে ফজলুল হক চরিত্রে শহীদুল আলম সাচ্চু, টিক্কা খান চরিত্রে জায়েদ খানসহ অনেকেই অভিনয় করেছেন।

সূত্র: সময়