শান্ত আশুলিয়া শিল্পাঞ্চল
এসপি বলেন, “আজকের পরিস্থিতি ভালো। অনেক কারখানা চলছে, কিছু কারখানা বন্ধ রয়েছে। কোথাও কোনো সমস্যা নেই।”
মজুরি বৃদ্ধির দাবিতে টানা তিন দিন শ্রমিক অসন্তোষের পর শান্ত অবস্থা বিরাজ করছে ঢাকার অদূরে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে। সেখানকার বেশ কিছু কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়ার ইউনিক, শিমুলতলা, জামগড়া, ছয়তলা, নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও ঘোষবাগ এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় বুধবার বিকাল পর্যন্ত কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।
তবে প্রতিটি সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে; রয়েছে সাঁজোয়া যান ও জলকামান। শান্ত পরিবেশ, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হা-মীম গ্রুপের আশুলিয়া জোনের দ্যাটস ইট স্পোর্টসওয়্যার লিমিটেড, অ্যাপারেল গ্যালারি লিমিটেড, রিফাত গার্মেন্টস লিমিটেড, এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডায়িং লিমিটেড, নরসিংহপুর এলাকার আর্টিস্টিক ডিজাইন লিমিটেড, বেরণ এলাকার নেক্সট কালেকশনস লিমিটেড, কাঠগড়া নয়াপাড়া এলাকার আগামী অ্যাপারেলস লিমিটেড, নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলস লিমিটেডসহ অধিকাংশ কারখানার মূল ফটকে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে নোটিশ লাগানো রয়েছে।
নোটিশে বলা হয়েছে, কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হল।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, “আজকের পরিস্থিতি ভালো। অনেক কারখানা চলছে, কিছু কারখানা বন্ধ রয়েছে। কোথাও কোনো সমস্যা নেই।”
মজুরি বৃদ্ধির দাবিতে তিনদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলের বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও আন্দোলন করে আসছিল। তখন পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শিল্প পুলিশসহ থানা পুলিশ,র্যব ও বিজিবি মোতায়েন করা হয়।