শরীয়তপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত 

  শরীয়তপুর সংবাদদাতা  শনিবার | জুন ৫, ২০২১ | ১০:৫৯ পিএম

শরীয়তপুরের প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) পালং স্কুল মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ পারভেজ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার সুবোধ কুমার দাস, শরীয়তপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন।

প্রদর্শনী মেলায় ১৫০ জন খামারিকে উদ্বুদ্ধকরণ আলোচনা করা হয়। পরে শরীয়তপুর জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং খোঁজখবর নেন, সকলকে পশুপালনের উৎসাহিত করেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শরীয়তপুর এর আয়োজনে। প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনীর মেলার আয়োজন করে। এ মেলায় বিভিন্ন জাতের গরু, ছাগল ,হাঁস, মুরগি ,ভেড়া ,কবুতর বিভিন্ন জাতের পাখি প্রদর্শন করা হয়।
এদিকে নড়িয়া উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।