গাছ কাটা নিয়ে বিরোধে সন্ত্রাসীদের ১১টি মোটর সাইকেল ভাংচুর

  টাঙ্গাইল সংবাদদাতা   বুধবার | জুন ১৬, ২০২১ | ০৬:৩৬ পিএম

টাঙ্গাইলের দেলদুয়ারে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীরা বিরোধপুর্ণ স্থানে গাছ কাটতে গিয়ে এলাকাবাসির ধাওয়া খেয়ে পালিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসি তাদের ফেলে যাওয়া ১১টি মোটর সাইকেল ভাংচুর চালায়। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। উপজেলার ডুবাইল ইউনিয়নের সেহড়াতৈল গ্রামে বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে। 

প্রত্যক্ষদর্শী এলাকাবাসি জানান,  সেহড়াতৈল গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে জাহাঙ্গীর ও আলমগীরের সঙ্গে একই গ্রামের মৃত শহিদুলের ছেলে হাফিজুরের জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের বিরোধপূর্ণ স্থানে মেহগিনী, শিমুল ও আকাশমনী গাছ রয়েছে। কয়েকদিন আগে হাফিজুরের লোকজন ৪ টি মেহগিনী গাছ কাটায় আলমগীর বাদি হয়ে হাফিজুরসহ ৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার দিন সেহড়াতৈল গ্রামের মৃত সোহরাবের ছেলে ছানোয়ার হোসেন হাফিজুরের পক্ষে ২০-২৫ টি মোটর সাইকেলে অর্ধশত বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী এনে আবার ৪টি গাছ কেটে ফেললে জাহাঙ্গীরের মা এলাকাবাসীর কাছে জীবনের নিরাপত্তা চেয়ে মসজিদের মাইকে ঘোষনা দেন। এলাকাবাসি ও নিকটে নাটিয়াপাড়া বাজারের লোকজন লাঠি সোটা নিয়ে বহিরাগতদের প্রতিরোধ করলে তারা মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা ১১ টি মোটর সাইকেলে ভাংচুর চালায়। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ফের উভয় পক্ষ সংগব্ধ হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটানোর আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এ ব্যাপারে দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ভাংচুরকৃত মোটর সাইকেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।