শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

  ঝালকাঠি সংবাদদাতা  সোমবার | জুন ৭, ২০২১ | ১১:৫৪ পিএম

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সোমবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি এম নাঈম খান, সাধারণ সম্পাদক মুহাম্মদ রবিউল ইসলাম ও মুহাম্মদ আব্দুল কাদের। বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দেড় বছর ধরে বন্ধ থাকায় শিক্ষার্থীরা ঝিমিয়ে পড়েছে। অনেকে ঝড়ে পড়েছেন, কারো চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। মাদক ও মোবাইল গেমসে আসক্ত হচ্ছে। বাজার, মার্কেট গার্মেন্টস ও গণপরিবহন স্বাভাবিক নিয়মে চললেও শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ রাখা হয়েছে। অযৌক্তিক কারনে শিক্ষার্থীদের ধ্বংস করার পেছনে একটি চক্র ষড়যন্ত্র করছে। তাই অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।