কুড়িগ্রাম পৌর মেয়রের পিতার ইন্তেকাল

  কুড়িগ্রাম সংবাদদাতা  সোমবার | জুন ৭, ২০২১ | ০৫:৪১ পিএম

কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলামের পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব করিমল হক ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মরহুম আলহাজ্ব করিমল হক দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে শয্যাশায়ী ছিলেন। ৯৩ বছর বয়সে মৃত্যুকালে তিনি ৭ পুত্র এবং ১ কন্যা সন্তান রেখে যান। 

জানা গেছে, ৬ জুন দুপুরে বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলহাজ্ব করিমল হক। মরহুমের প্রথম নামাজে জানাজা বাদ এশা কুড়িগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে এবং ৭ জুন সকাল ১০টায় দ্বিতীয় নামাজে জানাজা দরবারে চিশতি-উল সাবেরী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পড়ান কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ এবং কুড়িগ্রাম হাজী সমিতির সভাপতি আলহাজ্ব নুর বখ্ত। মোনাজাত করেন- দরবারে চিশতি-উল সাবেরী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল মোমিন। 

জানাজা শেষে মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন-কুড়িগ্রাম জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে বীর প্রতীক আব্দুল হাই, জেলা আইনজীবি সমিতি, জেলা ক্রীড়া সংস্থা, কুড়িগ্রাম বাজার ব্যবসায়ী সমিতি, কুড়িগ্রাম প্রেস ক্লাব, মটর শ্রমিক ইউনিয়ন, কুড়িগ্রাম পৌর কাউন্সিলর ও কর্মচারীবৃন্দ। 

এ সময় উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম সরকারী কলেজের মির্জা নাসির উদ্দিন,  জেলা আওয়ামী লীগ নেতা চাষি কমি, আবুল কালাম আজাদ, সাঈদ হাসান লোবান, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, হলোখানা ইউপি চেয়ারম্যান উমর ফারুক, সাংবাদিক আহবান হাবিব নীলু, রাশিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার সহ ২০ সহস্রাধিক মানুষ। 

উল্লেখ্য, মরহুম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব করিমল হক কেন্দ্রীয় জামে মসজিদের প্রতিষ্ঠাতা, করিমের খামার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন মসজিদ, মাদরাসা নির্মাণের উদ্যোক্তা এবং সমাজসেবায় নিয়োজিত ছিলেন।