উলিপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত 

  কুড়িগ্রাম সংবাদদাতা  শনিবার | জুন ৫, ২০২১ | ০৭:০২ পিএম

ডেইরি সম্পদের প্রসার ও জনগণের মাঝে এ সম্পদ সম্পর্কে বিস্তারিত  জানাতে ৫ জুন শনিবার কুড়িগ্রামের উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠে প্রাণিসম্পদ দপ্তর ও হাসপাতালের বাস্তবায়নে এক প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

পায়রা উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। এসময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর -এ জান্নাত রুমি, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল আজিজ প্রধান, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইমতিয়াজ কবির প্রমূখ। 

 পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর -এ জান্নাত রুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাঃ আব্দুল আজিজ প্রধান, উপজেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সাজু, উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র মৎস  কর্মকর্তা তারিকুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইমতিয়াজ কবির প্রমূখ। ডাঃ আজিজ প্রধান বলেন, ডেইরি সম্পদের উন্নয়নে সরকারের সহযোগিতার পাশাপাশি জনগণের অংশ গ্রহণে উলিপুর উপজেলা অনেক দূর এগিয়েছে। এ বিষয়ে সহযোগিতার জন্য প্রাণি সম্পদ দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধান অতিথি তার বক্তব্যে প্রদর্শনীতে অংশ গ্রহণকারী সকল খামারী ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের পরিশ্রমের ফসল এ খামার।এর মাধ্যমে জনগণের পুষ্টি চাহিদা পূরণ হবে আর সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাবে।

পরে অংশগ্রহণকারী সকল খামারী ধন্যবাদ জানানো হয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে খামারিদের পুরুস্কৃত করা হয়। উল্লেখ্য,প্রদর্শনীতে বিভিন্ন জাতের গাভী, ছাগল,হাঁস, মুরগী, পাখী,কবুতর ও ডিম ফুটানোর মেশিন এবং  অন্যান্য সামগ্রী প্রদর্শন করা হয়।