আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৩০ হাজার টাকা জরিমাণা

  শিবচর (মাদারীপুর) সংবাদদাতা  মঙ্গলবার | জুন ১৫, ২০২১ | ১২:৪০ এএম

মাদারীপুরের শিবচরে ইউপি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে রবিবার (১৪ জুন) রাত ৮টার সময় উত্তর বহেরাতলা  ইউনিয়নের  চেয়ারম্যান প্রার্থীর জাকির হোসেন হাওলাদারের ছোট ভাই হেমায়েত হোসেন মিলন হাওলাদার ও বহেরাতলা দক্ষিণ চেয়ারম্যান প্রার্থী অলিউল্লাহ খালাসীকে  প্রত্যেকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকার জরিমাণা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ আসাদুর রমান।

ওপর দিকে একই অপরাধে কাদিরপুর ইউনিয়নের  ৪,৫,৬ নং ওয়ার্ডে মহিলা সদস্য(মেম্বার) প্রার্থী সুমি আক্তারকে ১০ হাজার টাকা জরিমাণ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ বায়েজিদুর রহমান।

শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, ‘ আগামী ২১ তারিখে শিবচরে ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে।  ইতি মধ্যেই  নির্বাচন কমিশন অতিরিক্ত ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রট নিয়োগ দিয়েছে। আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রট পুলিশ সদস্যদের সাথে নিয়ে প্রত্যেকটি ইউনিয়নের অভিযান পরিচালন করছে। আমাদের অভিযান নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত  চলমান থাকবে।‘