গালুয়া ইউনিয়নে ইউপি সদস্য পদে কালামকেই বিজয়ী করতে চায় এলাকাবাসি

  ঝালকাঠি সংবাদদাতা  সোমবার | জুন ১৪, ২০২১ | ০৪:৪৮ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারান ভোটাররা পূনরায় ইউপি সদস্য হিসাবে ভোট দিয়ে আলহাজ্ব আবুল কালাম হাওলাদারকেই জয়যুক্ত করতে চায়। নির্বাচনী এলাকায় সরজমনি ঘুরে ও স্থানীয় ভোটার দের সঙ্গে কথা বললে ৪নং ওয়ার্ডের ভোটার রাজামীর বলেন আলহাজ্ব আবুল কালাম হাওলাদার বর্তমানে ইউপি সদস্য তিনি এই ৫বছর এলাকার অনেক উন্নয়ন করেছেন। একজন ইউপি সদস্য হিসাবে যতটুকু উন্নয়ন করা প্রয়োজন তিনি ঠিক ততটুকু বিগতদিনে করেছেন। এলাকার উন্নয়নের জন্য রাস্তাঘাট, কালভার্ট, টিউবয়েল, ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, সব কিছু জনগণের কল্যাণে বিনামূল্যে করে দিছেন। অনেক মেম্বার আছে টাকা নিয়ে এই সব কাজ করে থাকেন। কিন্তু আমাদের আবুল কালাম মেম্বার বিনামূল্য এই সব কাজ করেদিছেন। তাই আমরা আবার ইউপি সদস্য হিসাবে ভোট দিয়ে পূনরায় আলহাজ্ব আবুল কালাম হাওলাদারকে জয়যুক্ত করতে চাই।

ইউপি সদস্য আলহাজ্ব আবুল কালাম হাওলাদার বলেন আমি বিগতদিনে এলাকার অনেক উন্নয়ন করেছি যা সাধারাণ ভোটাররা বলেছেন আমি চাই সুষ্ঠু নিরপেক্ষ ভোট হোক জনগণ যাকে বানাবে সে হবে। আমি ১০০% আশাবাদী সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলে জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী আমার সমার্থকদের বিভিন্ন রকম হুমকি ভয়ভিত্তি দিচ্ছে ভোটের দিন কেন্দ্রে ভোট দিতে যেতে দিবে না মারধর করবে ভোট কেটে নিবে। আমি প্রশাসনের কাছে দাবী জানাই আমার কেন্দ্রে জানো সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয়।

৪নং ওয়ার্ডের ভোটার আলম হাওলাদার বলেন আমাদের সুখেদুঃখে সব সময় আবুল কালাম মেম্বার কে পাই তাই আমরা পূনরায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে চাই আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ হোক।

এবিষয়ে প্রতিদ্বন্দি প্রার্থীগন তাদের আত্নপক্ষ সমার্থন করে তারাও সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন।