গুচ্ছগ্রামের ফলক উন্মোচন ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি নাহিম রাজ্জাক

  শরীয়তপুর সংবাদদাতা  মঙ্গলবার | জুন ৮, ২০২১ | ০৬:৫০ পিএম

শরীয়তপুরের গোসাইরহাটের দাইমী কোদালপুর গুচ্ছগ্রামের ফলক উন্মোচন ও আশ্রয়কেন্দ্র প্রকল্প পরিদর্শন করেন শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আশ্রায়ণ প্রকল্পের অধীনে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে উপহার হিসেবে গোসাইরহাট উপজেলা উপজেলার দাইমি কোদালপুরে মোট ৬৬টি ঘর দেওয়া হয়েছে।

এসব নির্মাণাধীন প্রকল্প ও গৃহনির্মাণ কাজের পরিদর্শন এবং ফলক উন্মোচন করেন নাহিম রাজ্জাক এমপি ।

এ সময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর হক ঢালী,গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান সিকদার, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসাইন, কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজান সরদার,কুচাইপট্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন স্বপন,গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান খায়ের শেখ, গোসাইরহাট উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মূধা, ডামুড্যা উপজেলা যুবলীগের সভাপতি বিএম সাত্তার, গোসাইরহাট উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি কোতোয়াল মোঃ টিপুসহ প্রমুখ।