বজ্রপাতে রাজশাহীতে ৪ জনের মৃত্যু

  রাজশাহী সংবাদদাতা  সোমবার | জুন ৭, ২০২১ | ০৭:১৬ পিএম

রাজশাহীর চক কাপাশিয়া এলাকায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাত হতে ঘটনাস্থলেই ২ নারীর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের নেয়ার পর দুইজনের মৃত্যু হয়। মৃতরা হলো পরশ ও তার ভাই সোহান। এদের বাড়ি চককাপাশিয়া এলাকার বাসিন্দা। তবে মৃতদে দুই নারীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। বর্তমানে আহত ২ জন আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, ঝড়ের সময় ৬জন আম কুড়াতে বাড়ির পাশেই যায়। এসময় ঝড়ের সাথে বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তির পর চারজনের মধ্যে দুই ভাই মারা গেছে। মৃত দুই নারীর পরিচয় শনাক্ত করা হয়নি। থানা পুলিশের মাধ্যমে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।