জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বাংলাদেশের সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন এবং দেশে ‘শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের’ ওপর গুরুত্ব আরোপ করেছেন।
জাতিসংঘ মহাসচিবের পক্ষে বিবৃতি প্রকাশ করে মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক এই আহ্বান জানান।
মহাসচিব সপ্তাহান্তে বাংলাদেশে বিক্ষোভের সময় আরও প্রাণহানির নিন্দা জানিয়েছেন।
তিনি শেখ হাসিনার পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনা সম্পর্কে সেনাপ্রধানের ঘোষণাসহ দেশের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
গুতেরেস বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, তিনি সব ধরনের সহিংসতার বিষয়ে পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।