চিত্রনায়ক রিয়াজ পাইলট থেকে যেভাবে নায়ক হলেন

  জাগো ডেস্ক:  বৃহস্পতিবার | অক্টোবর ২৬, ২০২৩ | ০৮:৪০ পিএম

বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা নায়কদের একজন রিয়াজ। বর্তমানে ক্যামেরার সামনে খুব একটা দেখা যায় না এ চিত্রনায়ককে। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এ নায়কের জন্মদিন।
রিয়াজের পুরো নাম রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক। ১৯৭২ সালের ২৬ অক্টোবর ফরিদপুরের কমলাপুরে জন্ম নেন তিনি।
চাচাতো বোন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতার হাত ধরে ১৯৯৫ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন রিয়াজ। অবশ্য অভিনয়ে আসার কোনো ইচ্ছা ছিল না এ অভিনেতার। ছোটবেলায় তার ইচ্ছা ছিল স্থপতি হবেন। কিন্তু পরে হয়ে যান বৈমানিক (পাইলট)।
পরে পরিবারের সদস্যদের উৎসাহে যশোরে বিমানবাহিনীতে ভর্তি পরীক্ষা দেন এবং উত্তীর্ণ হন রিয়াজ। এরপর দীর্ঘ প্রশিক্ষণ শেষে বাংলাদেশ বিমানবাহিনীতে পাইলট হিসেবে যোগদান করেন।
তবে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৯৯৩ সালে বিমানবাহিনী থেকে চাকরিচ্যুত হন রিয়াজ। চাকরিচ্যুতির পর তিনি বাড়ি ছেড়ে পাড়ি জমান ঢাকায়।
রিয়াজ ঢাকায় আসার পর তাকে নিয়ে একদিন এফডিসিতে শুটিংয়ে যান বড় বোন ববিতা। ওই ছবিতে ববিতার বিপরীতে নায়ক ছিলেন প্রয়াত অ্যাকশন হিরো জসিম। তার নজরে পড়েন রিয়াজ। চকোলেট বয় রিয়াজকে দেখে মনে ধরে জসিমের। অভিনয়ের প্রস্তাব দেন তাকে। পরে ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় রিয়াজের। সে সিনেমার মূল ভূমিকায় ছিলেন জসিম ও শাবানা। সেখানে রিয়াজ অভিনয় করেন শাবানার ছোট ভাইয়ের চরিত্রে।
রিয়াজ পরবর্তীতে পরিচিতি পান ব্যবসাসফল ‘প্রাণের চেয়ে প্রিয়’ সিনেমার মাধ্যমে। এ অভিনেতার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে: প্রিয়জন, তুমি শুধু তুমি, বিয়ের ফুল, দুই দুয়ারী, হৃদয়ের বন্ধন, শ্বশুরবাড়ী জিন্দাবাদ, কঠিন বাস্তব, মিলন হবে কতো দিনে, প্রেমের তাজমহল, মনে পড়ে তোমাকে, ও প্রিয়া তুমি কোথায়, মনের মাঝে তুমি, অপারেশন সুন্দরবন, কৃষ্ণপক্ষ, শিরি ফরহাদ, দুই পুরুষ প্রভৃতি।
চলচ্চিত্রের পাশাপাশি নাটকের পর্দায়ও রিয়াজের বিচরণ সাফল্যমণ্ডিত। নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের বেশকিছু নাটকে অভিনয় করেছিলেন রিয়াজ। এছাড়া অনেক খণ্ড নাটকেও দেখা গেছে তাকে। প্রযোজক হিসেবেও খ্যাতি রয়েছে তার।
অভিনয় নৈপুণ্যে রিয়াজ শ্রেষ্ঠ নায়ক হিসেবে তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া ৭ বার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন তিনি।
সর্বশেষ রিয়াজ অভিনয় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। এতে তিনি অভিনয় করেছেন তাজউদ্দীন আহমদের চরিত্রে।

সূত্র: সময়