নির্বাচনে বহিরাগতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে থাকবে

  তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা   বুধবার | জুন ১৬, ২০২১ | ১০:৫৪ পিএম

ভোলার তজুমদ্দিন উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের নিয়ে মতবিনিময় করছেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আযাদ। বুধবার সকাল সাড়ে ১০টায় থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ইউপি নির্বাচনে ভোট কেন্দ্র ও এর আশেপাশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেনা। যারা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করবে কোন ভাবেই তাদের ছাড় দেয়া হবেনা। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, এখন থেকেই নির্বাচনে প্রভাব বিস্তারকারী বহিরাগতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে থাকবে। সকল প্রার্থীদের তিনি নির্বাচনী আচরন বিধি মেনে চলার ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানান।

এসময়, আরো উপস্থিতি ছিলেন থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, ওসি (তদন্ত) এনায়েত হোসেনসহ তিন ইউপির  সকল চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা।