কবর স্থানের দখল নিয়ে দুপক্ষের পালটাপাটি অভিযোগ

  মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা   বুধবার | জুন ১৬, ২০২১ | ০৯:২৪ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়নে ঘিলাতলী হাজারী দীঘির পাড় কবর স্থান দখল নিয়ে দুপক্ষের পালটাপালটি অভিযোগ।

এলাকাবাসি সুত্রে খবর নিয়ে জানা যায়, তাজুল ইসলাম মোল্লা, আব্দুস সালাম, ছোট্টু মিয়া, মোঃ আব্দুর রশিদ, ইয়াসিন মিয়া, তারা বলেন এডভোকেট জসিম উদ্দিন ভুয়া দলিল করে আমাদের শত বছরের পুরানো কবর স্থানের অবৈধভাবে দখলের চেষ্টা করতেছে। এই কবর স্থানে ৮,১০ গ্রামের কুলাইচর, গুনাপাড়া, মির্জাপুর, হাসিমপুর, অদিবপুর, তালিবপুর, দেওগাও, ঘিলাতলী কবর স্থান হিসাবে পরিচিত ও বর্ষাকালে গুনিউক, শাহজাদপুর, মাধবপুর সহ নাসিরনগর উপজেলার মানুষকে এই করব স্থানে করব দেয়া হয়। আমাদের বাবা, দাদা, পরদাদার করব এই স্থানে দেয়া হয় হয়েছে, জসিম উকিল সে অন্যায়ভাবে আমাদের পুরানো কবরগুলো ভেঙ্গে দিয়ে অবৈধভাবে মাঠি বিক্রি করে দেয়।তার আগেও কয়েক বার শালিশের মাধ্যমে হবিগঞ্জ এডভোকেট সমিতির উপস্থিতে জসিম এডভোকেট কে করব স্থানের কিছু অংশ দেয়া হয় এবং বলা হয় গাছ,পালা লাগিয়ে চাষাবাদ করার জন্য কিন্তু দুয়েক বছর পার হলে সে বুঝিয়ে দেয়া জায়গার গাছপালা কেটে বিক্রি করে ওই জায়গার মাটি বিক্রি করে দেয়। বর্তমানে জসিম এডভোকেট আমাদের গ্রামবাসীরাদের নিষেধ করেন যেন এখানে আর কেউ যেন করব না দেয় এবং গ্রীমবাসীদের নামে অন্যায়ভাবে মিথ্যা মামলা দায়ের করেছে এই মিথ্যা মামলার আমরা সকল গ্রামীবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা এই করব স্থান জসিম উকিলে অবৈধভাবে দখল করতে দিব না এতে আমাদের জীবন বাজি রাখতে প্রস্তুত।

এই বিষয়ে এডভোকেট জসিমের কাছে জানতে চাইলে তিনি ফোন কলে জানান, এই ভূমি আমি ৪১১০/২০০২ নং সাফ কবালা দলিল মূলে মালিক দখলকার হয়ে সন সন খাজনাদি আদায় ক্রমে নিজ নামে নামজারী করিযে ভোগ দখল করে আসছি। বিগত আরএস জরিপে নালিশা ভূমি প্রসঙ্গে আমার নামে মাঠ পর্চা প্রস্তুত হয়ে তসদিককৃত হয়ে রেকর্ড ফাইনাল হয়েছে। নালিশা ভূমি মূলত রকম ভূমি। নালিশা ভূমি মধ্যভাগ অধিকতর উঁচু রকম ভূমি এবং এতে করব স্থানের জন্য আমি ২৮ শতক জায়গা সাক্ষী ও এলাকার লোক জনের উপস্হিতিতে চিহ্নিত করে দেই। বাকী ১.৪৬ একর ভূমি আমি গাছ-গাছালি লাগানোর জন্য নির্ধারণ করে রাখি এবং সময় সময় উপযুক্ত গাছ-গাছালি বাঁশ বিক্রয় করে উপস্বত্ব গ্রাহী হয়ে আসছি। আমার নামে গ্রামের কিছু অসৎ লোক মিথ্যা অভিযোগ করছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাদের বিচার আইনের মাধ্যে হবে।