করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্তের হার ৫৩ শাতাংশ 

  সাতক্ষীরা সংবাদদাতা   বুধবার | জুন ১৬, ২০২১ | ০৯:১১ পিএম

গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের শরীরে নমুনা পরীক্ষায় ১০০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় হার ৫৩ শতাংশ।  এনিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন দুই হাজার ৭শ ১১জন। বর্তমানে জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ৭শ ৮৬ জন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ১৬৫ জন এদের মধ্যে ২৪ জনের করোনা পজেটিভ। ৩ জন আইসিইউ তে আছে,সদর হাসপাতালে ভর্তি আছে ২০ জনের মধ্যে ৯ জন পজেটিভ। সাতক্ষীরার বেসরকারি হাসপাতাল সমূহে ভর্তি আছে ১২৯ জনের মধ্যে ১০ জন পজেটিভ।আর বাকিরা তাদেও নিজ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছে।এদিকে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো  ২শ ৫২ জন।

তবে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে  ৫৫ জনের বলে বুধবার(১৬জুন) এ তথ্য  জানিয়েছেন জেলা স্বাস্থ্যবিভাগ।

সাতক্ষীরার সিভিল সার্জন  হুসাইন শাফায়াত জানান, বর্তমানে  মেডিকেল কলেজ হাসপাতালে  করোনা চিকিৎসার জন্য ১৫০টি  বেড রয়েছে। কিন্তু রুগী রয়েছে ১৬৫ জন। খুবই  শিগ্রই  ১০০ বেড সংযোজন  করা হবে। এছাড়া সদর হাসপাতালে নতুন করে আর কোন করোনা রুগী ভর্তি করা হবেনা। যারা বর্তমানে ভর্তি আছে  তাদের চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হবে। পরিশেষে তিনি জেলাবাসীর কাছে  স্বাস্থ্যবিধি মেনে  চলার আহবান জানান।