গতকাল ১৩ জুন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির মূল ভবনের প্রধান ফটকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপিত করা হয়েছে । স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সহযোগিতা ও অনুদানে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির চলমান উন্নয়ন কাজের অংশ হিসেবে এ প্রতিকৃতি স্থাপিত করা হয়।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির বর্তমান সভাপতি সিনিয়র অ্যাডভোকেট ও অ্যাটনি জেনারেল এ এম আমিন উদ্দিন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির মূল ভবনের প্রধান ফটকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সরকারি অনুদান প্রাপ্তিতে সহযোগিতার জন্য মন্ত্রী, সমিতির সাবেক সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট এস এম রেজাউল করিম সহ সমিতির ২০১৯-২০ ও ২০২০-২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সকল নির্বাচিত সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির আইনজীবীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, ১৯৭২ সালে সংবিধান গৃহীত হওয়ার পর ‘বাংলাদেশ হাইকোর্ট’ পুনর্গঠিত হয় ‘বাংলাদেশ সুপ্রীম কোর্ট’ নামে। ১৮ ডিসেম্বর ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সুপ্রীম কোর্ট উদ্বোধনের দিন থেকে ‘বাংলাদেশ হাইকোর্ট বার এসোসিয়েশন’ পুনর্গঠিত হয় ‘বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন’ হিসেবে। প্রকৃত প্রস্তাবে স্বাধীন বাংলাদেশে এদিনই পরিচিত হয় ‘বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন’।
এছাড়াও বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ আইন কমিশনসহ স্বাধীন দেশের আইনি কাঠামো বঙ্গবন্ধুর হাত ধরেই শুরু হয়। প্রতিদানস্বরুপ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির প্রধান ফটকে স্থাপিত করার মধ্য দিয়ে এ মহান নেতার প্রতি সমিতির প্রতিটি সদস্যের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।