সমন্বিত ভর্তি পরীক্ষা স্থগিত

  জবি সংবাদদাতা  শনিবার | জুন ১২, ২০২১ | ১২:৪৬ এএম

২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তির জন্য সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটি (২০২০-২১)-এর উপাচার্যবৃন্দের সমন্বয়ের গঠিত কোর কমিটির ৭ম সভায় পূর্ব ঘোষিত পরীক্ষার তারিখ আপতত স্থগিত করেছে এবং প্রাথমিক আবেদনের সময় ২৫ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

শুক্রবার (১১ জুন) বিকাল ৪টায় জুম ক্লাউড-এর মাধ্যমে  ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির যুগ্ম-আহবায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট)-এর উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা পূর্ব ঘোষিত (অর্থাৎ ইউনিট-এ বিজ্ঞান-এর ভর্তি পরীক্ষা ১৯ জুন, ইউনিট-বি মানবিক-এর ভর্তি পরীক্ষা ২৬ জুন এবং ইউনিট-সি বাণিজ্য-এর ৩ জুলাই) পরীক্ষার তারিখ স্থগিত করা হয়েছে। প্রাথমিক আবেদনের সর্বশেষ সময় বাড়িয়ে ২৫ জুন, ২০২১ রাত ১১.৫৯ পর্যন্ত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি ও অন্যান্য গুচ্ছভুক্ত পরীক্ষা তারিখের সাথে মিল রেখে পরবর্তীত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ জানানো হবে। প্রাথমিক আবেদনে যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদনের তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

এ সময় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কমিটির যুগ্ম আহবায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক,মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল) এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -এর উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী)-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম,  ইসলামী বিশ্ববিদ্যায় (কুষ্টিয়া)-এর উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা)-এর উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা)-এর উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ)-এর উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)-এর উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা)-এর উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী,রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -এর উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (সিরাজগঞ্জ)-এর উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর)-এর উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ)-এর উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব, বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় ট্রেজারার (উপাচার্যের রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় অর্থ কমিটির আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, টেকনিক্যাল সাব-কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম এবং কোর কমিটির সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান সভায় উপস্থিত ছিলেন।