মাধবপুরের সীমান্তবর্তী তেলিয়াপাড়া চা বাগান থেকে ইদানিং মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে পাচার হচ্ছে । মোটরসাইকেল, প্রাইভেটকার মাইক্রোবাস ও সিএনজিতে করে অভিনব পন্থায় পাচার হচ্ছে মাদকদ্রব্য। অধিকাংশ চা শ্রমিক টাকার লোভে পড়ে মাদক পাচার কাজে জড়িয়ে পড়েছে । হুমকির মুখে চা শিল্প ও যুব সমাজ।
মঙ্গলবার রাতে মোটরসাইকেলের এয়ার সিলিন্ডারে করে গাঁজা পাচারকালে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুল হাসান ও এ এস আই আব্দুল হামিদ আটক করেছেন ২ মোটরসাইকেল আরোহীকে। তারা হলো- বানেশ্বর গ্রামের রাজু আহম্মদ (২২) ও রতনপুর গ্রামের কলেজ ছাত্র আবুল খায়ের ইয়ামিন (১৮)।
তেলিয়াপাড়া এলাকার লোকজন জানিয়েছেন, মাধবপুরের সীমান্তবর্তী তেলিয়াপাড়া চা বাগান থেকে ইদানিং মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে পাচার হচ্ছে। পাচারকারীরা অভিনব পন্থায় ব্যাবহার করছে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও সিএনজি। বাগানের অসাধু চা শ্রমিক ও বাহিরের প্রভাবশালীদেরকে নিয়ে গড়ে উঠেছে মাদকপাচার সিন্ডকেট। পুলিশ, বিজিবি ও রাবের হাতে গত ২ মাসে মাদকদ্রব্যসহ ধরা পড়েছে প্রায় শাতাধিক লোক। তেলিয়াপাড়া চা বাগান প্রশাসন ও সাধারণ চা শ্রমিকরা সম্প্রতি চা বাগান এলাকায় মাদক বিরোধী র্যালি ও সভা করেছেন।