কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা লালমাইয়ে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালিত আটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন । নিহতদের মধ্যে ২ জনই নারী।
রবিবার (১৮ আগষ্ট) দুপুর আনুমানিক ১২টায় লালমাই উপজেলার বাগমারার গামতলি বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
ঘটনা সুত্রে জানা যায় , ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মাইক্রোবাসকে ওভারটেক করার সময় সিএনজি চালিত আটোরিকসাটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। সিএনজিতে থাকা দুইজন নারী, দুইজন পুরুষ ও এক কিশোর ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা তিনজনকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে বাস ও সিএনজিটি উদ্ধার করেছে। ধারনা করা হচ্ছে হতাহতরা একই পরিবারের। তাদের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনা সত্যতা নিশ্চিত করে লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে দুঘটনা কবলিত বাস ও সিএনজি চালিত অটো রিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান।