টসে হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ভারত ৩৩৬ রান সংগ্রহ করে। ৩৩৭ রানের টার্গেটে খেলতে নেমে ১৩ রানেই উইকেট হাড়িয়ে বসে পাকিস্তান। ভিজয় সানাকার ৫ বলে এলবিডিাব্লিউ হয়ে সাঝ ঘরের পথ ধরেন ইমাম-উল-হক। আউট হওয়ার আগে ১৮ বলে ৭ রান করেন ইমাম।