শনিবার বিকেল ৩টার আগে যে কোন সময় ড্রেজার শ্রমিকদের সামনেই গর্তটির পাড়ের মাটি ভেঙ্গে পড়ে গেলেও থানা বা ফায়ার সার্ভিসকে জানায় নি কেউ!
যত টাকা লাগে দেবেন গর্তে পড়ে নিখোঁজ হওয়া মনির হোসেনের শিশু কন্যা আফিয়া আক্তার (৫) এর পরিবারকে, তবে শর্ত হলো মিডিয়া ও প্রশাসনের সামনে কান্না ও মুখ খোলাও বারন! কুমিল্লায় দেবিদ্বার উপজেলার প্রভাবশালী স্থানীয় খিরাকান্দি আন্দিরপাড়ের ড্রেজার মালিক রব মিয়ার ..! এমন কথাই গোপনে সাংবাদিকদের জানালেন প্রতিবেশীরা।
৬০ হাত গভীর গর্তে ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি গত ৪ ঘন্টায় স্থানীয় এলাকাবাসী ও ড্রেজার শ্রমিকদের চেষ্টায়। সাংবাদিকদের ফোন পেয়ে সন্ধ্যা ৬-২০ মিনিটে ফায়ার সার্ভিস চান্দিনা স্টেশনের একটি টিম উপস্থিত হয়েছে ঘটনাস্থলে।
গভীর গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করতে অবশেষে ফোন দেয়া হয়েছে চাঁদপুরের ডুবুরি দলকে, তারা রওয়ানা হয়েছেন বলে জানিয়েছেন উপস্থিত ফায়ার সার্ভিস অফিসার রফিকুল ইসলাম।
সূএ: বিডি২৪ লাইভ.কম