গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জুলহাস সরকার (৩০) নামে এক প্রবাসীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার রাত ১২টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসহী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী মনসুরা বেগম জানান, তিন বছর পর গত মঙ্গলবার জুলহাস সরকার দেশে ফিরে আসেন।
বুধবার রাত ৯টার দিকে জুলহাসের মোবাইল ফোনে কল আসে। এর পর তিনি ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। আশপাশে অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় ১০০ গজ পশ্চিমে বিলের পাশে তাকে পড়ে থাকতে দেখা যায়।
পরে বাড়ির লোকজন এসে জুলহাসকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের লোকজনের দাবি, প্রতিবেশী মৃত সাইদুর সরকারের ছেলে কাজল সরকার ও সিরাজুলের ছেলে জাহাঙ্গীর শেখ এ ঘটনায় জড়িত।