ব্রেইন টিউমারে আক্রান্ত জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ডাক্তারদের সাথে কথা বলে সাংবাদিকদের জানিয়েছেন, টিউমার খুবই প্রাথমিক পর্যায়ে আছে। এটা নিরাময়যোগ্য। ডাক্তাররা বলেছেন অস্ত্রোপাচার করলে সুস্থ্য হয়ে ওঠা যাবে।
ব্রেন টিউমারের কথা সোমবারই ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন রুবেল। বোর্ডের কর্মকর্তাসহ জাতীয় দল এবং ঘরোয়া লীগের ক্রিকেটাররাও অভয় দিয়েছেন এই বাঁহাতিকে৷ তিনি বলেন, ‘সবাই খুব অভয় দিচ্ছে। তাতে আমি শুরুতে ঘাবড়ে গেলেও এখন বেশ আত্মবিশ্বাস পাচ্ছি।’
রুবেল আরো জানান, বাইরে চিকিৎসা করাতে চাই। তাই সিঙ্গাপুরের ভিসার জন্য আবেদন করেছি। ভিসা হলে দু-তিন দিনের মধ্যেই সিঙ্গাপুর চলে যাবো। সেখানকার মাউন্ট এলিজাবেথে চিকিৎসা করাতে চাই।
রুবেল জানান, সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য ব্যয় হবে ৪০ লাখ টাকার মতো। তবে অবস্থার উন্নতি-অবনতির উপর খরচের পরিমান কম বেশি হতে পারে।