গর্ভের বাচ্চাকে হত্যা চেষ্টা ও নারী নির্যাতনের অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমসহ দু’জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে মামলা দায়েরের আবেদন করেন দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসা। এতে আপন রিয়েল স্টেটের উপদেষ্টা মোখলেছুর রহমানকে আসামি করার আবেদন করা হয়েছে।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দিবেন বলে জানিয়েছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ফারিয়া মাহবুব পিয়াসা।