ঢাকা জজ কোর্টের লিফট ছিঁড়ে ১২ জন আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ ও আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
বৃহস্পতিবার দলটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, যেখানে জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের অথচ সেদিকে নজর না দিয়ে কীভাবে নিজেদের শাসন দীর্ঘস্থায়ী করা যায় তা নিয়ে তারা ব্যস্ত।
তিনি বলেন, লিফটি অনেক পুরনো এবং যান্ত্রিক ত্রুটি থাকার পর তা মেরামত ও নতুন লিফটের ব্যবস্থা না করে মানুষদের মৃত্যুকূপের মধ্যে ঠেলে দেয়া হচ্ছে।
সব অব্যবস্থাপনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবার প্রতি জোর দাবি জানান খালেকুজ্জামান। একই সঙ্গে নতুন লিফটের ব্যবস্থার দাবি জানান তিনি।
উল্লেখ্য, ঢাকা মহানগর দায়রা জজ ভবনের পাঁচতলা থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১১ মিনিটে ওই লিফট ছিঁড়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। আহতদের প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পড়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে।