একদিন সন্ধ্যায় জোস্না বেগম টেলিভিশন দেখছিলেন। হঠাৎ টিভি স্ক্রলে দেখতে পান-মগবাজার মোড়ের রেলক্রসিংয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। একটু পর জানতে পারেন গৃহবধূর পরনে লাল রঙের শাড়ি ছিল। দাম্পত্য কলহের জের ধরে আত্মহত্যা করেছে সে।
এসব তথ্য জানার পর নড়েচড়ে বসেন জোস্না। নিজের পুত্রবধূর কথা তার মনে পড়ে যায়। কিন্তু হঠাৎ কেন পুত্রবধূর কথা মনে পড়ে? সেই প্রশ্নের জবাব পাওয়া যাবে নারী দিবস, ৮ মার্চ রাতে।
এই গল্প নিয়ে এদিন এটিএন বাংলায় রাত ৯টায় প্রচার হবে খন্ড নাটক ‘উপলব্ধি’। ছোট পর্দার পরিচালক সাখাওয়াত মানিক নারী দিবস উপলক্ষে নাটকটি নির্মাণ করেছেন। এটি রচনা করেছেন মেজবাউদ্দিন সুমন রচিত।
এ নাটকে অভিনয় পুত্রবধূ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এখানে তার শাশুরি চরিত্রে দেখা যাবে চিত্রলেখা গুহকে। আরও অভিনয় করেছেন হৃদয়, শ্রাবন্তী শবনমসহ অনেকে।
নাটক প্রসঙ্গে সাখাওয়াত মানিক বলেন, ‘বর্তমান সমাজে ঘটে যাওয়া সংসার জীবনের একটি গল্প উঠে এসেছে নাটকে। এতে কিছু শিক্ষনীয় বার্তাও রয়েছে। যা দেখে মানুষ উপলদ্ধি করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন বলেই আমার ধারণা। নাটকের সব শিল্পীদের জন্য অভিনন্দন। খুব চমৎকার কাজ করেছেন তারা।