রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব সম্পদ বড়ুয়ার চুক্তির মেয়াদ আরও ২ বছর বৃদ্ধি করেছে সরকার।
সম্পদ বড়ুয়ার চুক্তির মেয়াদ বাড়িয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি সম্পদ বড়ুয়াকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।
মেয়াদ বৃদ্ধির আদেশ আগামী ৫ মার্চ অথবা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।