একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপিদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে সংসদ সচিবালয়। দুই দিনব্যাপী এই কর্মশালা আগামীকাল মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি মঙ্গলবার সকাল ১০টায় এ কর্মশালার উদ্বোধন করবেন। সংসদ ভবনের শপথ কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
জানা গেছে, প্রশিক্ষণ কর্মশালায় নতুন এমপিদের সংসদীয় রীতিনীতি সম্পর্কে ধারণা দেয়া হবে। এছাড়াও কীভাবে জনগণের কল্যাণে কাজ করা যায় সে বিষয়েও তাদের প্রশিক্ষণ দেয়া হবে।