অগ্নিকাণ্ডে রাজধানীর চকবাজারে মৃত্যু ও আহতের ঘটনায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার কারণ দেখিয়ে মেয়র সাঈদ খোকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ ও শাস্তি দাবি করেছে দলটি। পাশাপাশি নিহত এবং আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে শোক প্রকাশ করে একথা বলেন।
বিবৃতিতে নেতারা বলেন, ৮ বছর আগে পুরান ঢাকার নিমতলীতে রাসায়নিক দ্রব্যের গোডাউন থেকে সংঘটিত অগ্নিকাণ্ডে ১২০ জন মানুষের মৃত্যুর পর সরকার ও রাসায়নিক দ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল ঘনবসতিপূর্ণ ও আবাসিক এলাকায় রাসায়নিক দ্রব্য মজুতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সরকার ও কর্তৃপক্ষ সে কথা রাখেনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরবাসীর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে এ বিষয়ে নজরদারিতে চরম গাফিলতি প্রদর্শন করেছে।
গাড়িতে ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহকারী সিলিন্ডারগুলো অনিরাপদ ও নিম্নমানের হওয়ায় প্রতিনিয়ত বিস্ফোরণের ঘটনা ঘটছে বলেও জানান তারা।
বুধবার অগ্নিকাণ্ডের পর সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন ও সম্পাদক রুহিন হোসেন প্রিন্স চকবাজারের চুড়িহাট্টায় যান। তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
অপরদিকে, নিহতদের পরিবার এবং আহত ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ কাজ চালানোর জন্য সিপিবির প্রধান কার্যালয় মুক্তিভবন, ২ কমরেড মণি সিংহ সড়ক, পুরানা পল্টনে ‘কন্ট্রোল রুম’ খোলা হয়েছে। এ ঘটনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিপিরি নেতারা।