আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রাঙ্গামাটির ১০টি উপজেলার মধ্যে আটটিতে প্রার্থী ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাঙ্গামাটি সদর উপজেলায় শহীদুজ্জামান মহসিন রোমান, বরকলে সবির কুমার চাকমা, কাউখালীতে সামসুল দোহা চৌধুরী, কাপ্তাইয়ে মফিজুল হক, লংগদুতে আব্দুল বারেক সরকার, বিলাইছড়িতে জয় সেন তঞ্চঙ্গ্যা, জুরাছড়িতে রূপ কুমার এবং রাজস্থলী উপজেলায় উবাচ মারমাকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে প্রার্থী করা হয়েছে। তবে বাকি দুই উপজেলা নানিয়ারচর ও বাঘাইছড়িতে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি।
হাজী মো. মুছা মাতব্বর বলেন, প্রাথমিকভাবে বাচাইয়ের পর ৮টি উপজেলার প্রার্থী নিশ্চিত করা হয়েছে। জেলা আওয়ামী লীগ যাদের মনোনীত করেছে তারা নিঃসন্দেহে বিজয়ী হবেন।
রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্থ চাকমা জানান, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৮, ২৪, ৩১ মার্চ ও ১৮ জুন বাকি চার ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলা পরিষদ নির্বাচন ১৮ মার্চ অনুষ্ঠিত হবে।