বাজারে বিক্রি হচ্ছে ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি। এ অভিযোগে চট্টগ্রাম নগরের এক মাছ বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগরের আকবরশাহ, পাহাড়তলী ও হালিশহর থানায় অভিযান চালানো হয়। এ সময় ১১টি প্রতিষ্ঠান পরিদর্শন করে চারটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে পোড়াতেল, অননুমোদিত রং, ফ্লেভার, মেয়াদোত্তীর্ণ উপকরণ, রঙ দেয়া করমচা, মটর ও জেলি মিশ্রিত চিংড়ি ধ্বংস করা হয়।
অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, আকবরশাহ থানার কর্নেলহাট কাঁচাবাজারে অভিযানকালে ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি বিক্রয় করতে দেখা যায়। এ অপরাধে জসিম আলির মাছের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রায় ৮ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়।
এছাড়া পাহাড়তলী থানার আব্দুল আলী হাট এলাকার আম্মান ফাস্টফুডকে পোড়াতেল সংরক্ষণ, ক্ষতিকার রঙ, ফ্লেভার, মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ৮০ লিটার পোড়াতেল বিভিন্ন উপকরণ ধ্বংস করা হয়। হালিশহর থানার ফইল্যাতলী কাঁচাবাজারে রঙ দেয়া মটর বিক্রি করায় কাদেরের সবজির দোকানকে পাঁচ হাজার টাকা ও রাজীবের সবজির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাদের সতর্ক করার পাশাপশি সাড়ে ৪ কেজি রঙ দেয়া মটর ধ্বংস করা হয়।