যে দলটিকে এবারের আসরে ধরা হচ্ছিল সবচেয়ে বেশি দুর্বল সে দলটি তৃতীয় পর্ব শেষে এখন এ বিপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে। বলছি মুশফিকুর রহিমের দল চিটাগাং ভাইকিংস এর। এখনো পর্যন্ত মাত্র বিপিএলে একটি ম্যাচ হেরেছে মুশফিকুর রহিমের দল চিটাগাং ভাইকিংস।
তাইতো পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছেন তারা। অন্যদিকে বিপিএল থেকে এক প্রকার ছিটকে পড়েছে খুলনা টাইটানস এবং সিলেট সিক্সার্স। অন্যদিকে এখনো প্লে অফের আশা টিকে রয়েছে রাজশাহী কিংস এবং রংপুর রাইডার্স এর। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা ডায়নামাইটস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে চিটাগাং ভাইকিংসের একপ্রকার প্লে-অফ নিশ্চিত।
৭ ম্যাচের ৬টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। তাদের পরেই আছে ঢাকা ডায়নামাইটস। তারা ৮ ম্যাচ খেলে ৫টিতে জয় পেয়েছে। ৮ ম্যাচ খেলে ৫টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লার পরেই আছে রংপুর রাইডার্স। তারা ৮ ম্যাচ খেলে ৪টিতে জয় পেয়েছে। ৮ ম্যাচ খেলে ৪টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চমস্থানে আছে রাজশাহী কিংস। ৯ ম্যাচ খেলে ২টিতে জয় পাওয়া খুলনা টাইটান্স পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে আছে।
অন্যদিকে ৮ ম্যাচ খেলে ২টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে সিলেট সিক্সার্স।