ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে আগামী দুই মাস কোন খেলা নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এই সময়ে ছুটিতে থাকবেন বাংলাদেশ জাতীয় দলের সকল কোচরা। দীর্ঘ দিন ছুটি পেলেও দ্রুতই বাংলাদেশ ফিরে আসবেন বলেছিলেন জাতীয় দলের প্রধান কোচ স্টিভ রোডস। দেশে এসে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতিটি খেলায় নজর দেবেন তিনি। আর তাই করলেন এই ইংলিশম্যান।
জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের প্রতি নজর দিতে চান তিনি। খুঁজে বের করতে চান নতুন প্রতিভা। পরিবারের সাথে কিছুদিন কাটিয়ে বিপিএল এর মাঝেই বাংলাদেশের ফিরবেন ইংল্যান্ডের এই সাবেক ক্রিকেটার। সে সময় তিনি বলেছিলেন,“আমার পরিবার আমাকে দেখার জন্য মুখিয়ে আছে। আমি অল্প সময়ের জন্য যাচ্ছি, আমি বিপিএলের জন্য ফিরব। আমি এসেই স্কাউটিং শুরু করব, দেখব ছেলেরা কেমন খেলছে’।
ঠিক যেমনটা বলেছিলেন তেমনটাই করলেন টাইগার জাতীয় দলের প্রধান কোচ। অল্প কিছুদিনের ছুটি কাটিয়ে শিষ্যদেরকে দেখতে দেশে ফিরে এসেছেন প্রধান কোচ স্টিভ রোডস।
গতকাল বিপিএলের চিটাগাং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলা দেখতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন তিনি।