বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬.৩০ মিনিটে মুশফিকুর রহিমের চিটাগাং ভাইকিংসের বিপক্ষে মাঠে নেমেছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভাইকিংস দলপতি দলপতি মুশফিকুর রহিম।
ব্যাটিংয়ে নেমে শূণ্য রানেই ফিরে যান তামিম ইকবাল। এরপর লুইসের ৩৮ রান বাদে আর কেউ তেমন সুবিধা করতে পারেননি। সর্বোচ্চ ২৪ রান করেন ইমরুল কায়েস।
ব্যাটসম্যানদের এই আসা যাওয়ার মিছিলে যোগ দেন শাহিদ আফ্রিদিও। মাত্র ২ রান করেই ফিরে যান তিনি। কিন্তু তার আউটটিকে বেশ দূর্ভাগ্যই বলা চলে। হিট উইকেটের শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি।
খালেদা আহমেদের বাউন্সার ডেলিভারিটি পুল করতে গিয়ে পায়ের বুটে স্ট্যাম্প ভেঙ্গে ফেলেন তিনি। যার কারণে এবারের বিপিএলে প্রথম দূর্ভ্যাগ্যজনক এই আউটের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
এরপর পেরেরা ও সাইফুদ্দিনের জুটিতে দারুণ ভাবে ঘুড়ে দাড়ায় কুমিল্লা। এরই মধ্যে ম্যাচের ১৮তম ওভারে আবু জায়েদ রাহিকে এবারের বিপিএলের সবচেয়ে বড় ছক্কা হজম করান সাইফুদ্দিন।
মিড উইকেটের উপর আবু জায়েদ রাহিকে ১০৩ মিটারের লম্বা এক ছক্কা হাঁকান সাইফুদ্দিন।
শেষ পর্যন্ত এ দুজনের ব্যাটে ২০ ওভার শেষে ১৮৪ রানের পুজি সংগ্রহ করে কুমিল্লা। জয়ের জন্য চিটাগাংয়ের টার্গেট ১৮৫ রান।
কুমিল্লার একাদশে বেশ কয়েকটি পরিবর্তন দেখা যাচ্ছে। একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ শহীদ, শোয়েব মালিকরা। এই আসরে প্রথমবারের মতো খেলছেন থিসারা পেরেরা।
কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশঃ তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক (উইকেটরক্ষক), শহীদ আফ্রিদি, লিয়াম ডসন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মেহেদি হাসান, থিসারা পেরেরা।
চিটাগাং ভাইকিংস একাদশঃ মুশফিকুর রহিম (অধিনায়ক), আবু জায়েদ রাহি, ক্যামেরন ডেলপোর্ট, রবার্ট ফাইলিঙ্ক, মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, নজিবুল্লাহ জাদরান, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলি।