ফেনীতে চার তরুণীকে ছয় মাস আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি কাশেম বিন কাওসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জানুয়ারি) তাকে শহরের রামপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ।
ফেনী আদালত পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ উল্যাহ জানান, কাশেম বিন কাওসারকে শনিবার বিকেলে ফেনী সদর আদালতের বিচারক ও জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মো. জাকির হোসেনের আদালতে নিয়ে আসে পুলিশ। এদিন পুলিশের পক্ষ থেকে তার জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হলেও আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকায় রিমান্ড শুনানি হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা ফেনী শহরপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. শাহজাহান বলেন, মামলাটির প্রধান আসামি কাশেম বিন কাওসারকে আদালতে নেয়া হলে বিচারক তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। আজ রোববার একই আদালতে তার রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।