গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের পুনঃতফসিল অনুযায়ী শুক্রবার (১১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া আসনটির নির্বাচন হবে ২৭ জানুয়ারি। পুন:তফসিল অনুযায়ী শুক্রবার (১১ জানুয়ারি) প্রতীক বরাদ্ধ দেয়া হয়।
আসনটিতে নির্বাচন করছে ৫ জন প্রার্থী। নেই বিএনপি নেতৃত্বধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
প্রতীক বরাদ্দ দেয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাতীয় পার্টির দিলারা খন্দকার (লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ মনোনীত এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপির মো. মিজানুর রহমান তিতু (আম) ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)।
গাইবান্ধা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবদুল মতিন প্রতীক বরাদ্দ দেয়ার কথা জানান।
গত বছরের ১৯ ডিসেম্বর এ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা গেলে ২০ ডিসেম্বর নির্বাচন কমিশন গাইবান্ধা-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচন স্থগিত ঘোষণা করেন। পরবর্তীতে ২৭ জানুয়ারি নতুন করে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে পুন:তফসিল ঘোষণা করা হয়।
সূত্রঃ বিডি২৪লাইভ