বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
খুলনা টাইটানস নিজেদের একাদশে পরিবর্তন এনেছে কেবল ১টি। ক্যারিবীয়ান টি-টোয়েন্টি দলের অধিনায়ক কার্লস ব্রাথওয়েটের বদলে তারা একাদশে নিয়েছে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড উইসেকে। দলের বাকি তিন বিদেশী খেলোয়াড় হলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং, আফগান লেগস্পিনার জহির খান এবং যুক্তরাষ্ট্রের আলি খান।
গত ম্যাচের মতো এই ম্যাচেও বিধ্বংসী এক ওপেনিং জুটি গড়েছেন নারাইন-জাজাই। নারাইন অবশ্য ১৯ রান করে ফিরে গেছেন। কিন্তু জাজােই ৪১ রান করে ব্যাট করছেন। তার ঝড় থেকে আজ বাদ পড়েনি তরুণ পেসার শরিফুল ইসলামও। ২ ওভারে ৪৩ রান খরচ করেছেন তিনি।
গত ম্যাচের পর এই ম্যাচেও মাত্র ২৫ বলে ফিফটি তুলে নিয়েছেন জাজাই।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার সংগ্রহ ৯ ওভার শেষে ১ উইকেটে ১০০ রান। জাজাই ৫১ ও রনি ২২ রান করে ব্যাট করছেন।
ঢাকা ডায়নামাইটস একাদশ: হযরতউল্লাহ জাজাই, সুনিল নারিন, কিরন পোলার্ড, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান, মিজানুর রহমান, শুভাগত হোম, রনি তালুকদার, রুবেল হোসেন এবং মোহর শেখ অন্তর।
খুলনা টাইটানস একাদশ: পল স্টার্লিং, জুনায়েদ সিদ্দিকী, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, জহুরুল ইসলাম, শরীফুল হক, তাইজুল ইসলাম, ডেভিড উইসে, জহির খান এবং আলি খান।