আজ বিপিএলের কোন খেলা নেই । আগামিকাল তৃতীয় দিনে বিপিএলে খেলা অনুষ্টিত হবে ২ টি । ১ম ম্যাচে মুখোমুখি হচ্ছে খুলনা টাইটান্স বনাম ঢাকা ডাইনামাইটস । দিনের দ্বিতীয় খেলায় মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স । ১ম ম্যাচটি অনুষ্টিত হবে দুপুর ১২.৩০ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্টিত হবে ৫.২০ মিনিটে । কালকের দুটো ম্যাচই অনুষ্টিত হবে মিরপুর আন্তর্জাতিক স্টেডিয়ামে ।
খেলাগুলো গাজি টিভি, মাছরাঙ্গা টিভি এবং রেবিট হোলের ইউটিউব এবং ওয়েবসাইট থেকে সরাসরি দেখা যাবে । তাছাড়া সর্বশেষ ডট কমের ফেসবুক পেইজে নিয়মিত খেলার লাইভ আপডেট দিবে ।
রংপুর রাইডার্স চূড়ান্ত একাদশ: রংপুর রাইডার্সমেহেদি মারুফ , অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, রাইলি রুশো, রবি বোপারা, নাদিফ চৌধুরী, সোহাগ গাজী, মাশরাফি মর্তুজা, শেলডন কটরেল, শাফিউল ইসলাম, নাজমুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স চূড়ান্ত একাদশ: আবু হায়দার, আনামুল হক, ইমরুল কায়েস ,ই লুইস,মাহেদী হাসান ,মোহাম্মদ সাইফুদ্দিন , মোহাম্মদ শহীদ , মোশাররফ হোসেন ,শহীদ আফ্রিদি ,শোয়েব মালিক,তামিম ইকবাল