পিরোজপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য নাসিরুদ্দিন হাওলাদার সোমবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।
গৃহায়ন ও গণপূর্ত (এলজিআরডি) মন্ত্রণালয়ে আয়োজিত এক শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ শপথ করান।
স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান এ শপথ অনুষ্ঠান সঞ্চালন করেন। এলজিডির অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
ইতোপূর্বে চলতি বছর ১৮ জানুয়ারি আটটি বিভাগের অধীনে ৬১ জেলা পরিষদের (জেলা কাউন্সিল) এক হাজার ১৬৯ জন সদস্য শপথ গ্রহণ করেন।