পটুয়াখালীর বাউফল পৌর শহরের ৮নং ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় চুরির অপরাধে ইমরান (১৫) ও রিয়াজ (১৩) নামের দুই কিশোরকে হাত বেধে অমানুবিক নির্যাতন করা হয়েছে। স্থানীয় মিজাননুর রহমানের বাসায় চুরির অপরাধে ওই দুই কিশোরকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করা হয়।
এরপর তাদেরকে বাংলাবাজার ব্রিজের কাছে উত্তর-পশ্চিম পাশে একটি মার্কেটের সামনে নিয়ে হাত বেধে প্রকাশ্যে নির্যাতন করা হয়। কিশোর ইমরান নাজিপুর গ্রামের হারুন অর রশিদ গাজী এবং আর কিশোর রিয়াজ দাশপাড়া ফায়ার সার্ভিস সুমনের পুত্র বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টায় ওই দুই কিশোরকে কোন চিকিৎসা না দিয়েই হাত বেধে বসিয়ে রাখা হয়েছে। ব্যাথা যন্ত্রনায় চিৎকার করে কান্নাকাটি করলেও কারোও সহানুূভূতি পাননি।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ওই এলাকাসহ আশপাশের এলাকায় বাসাবাড়িতে গত কয়েক দিন ধরে চুরির প্রবনতা বেড়ে যায়। এনিয়ে ওইসব এলাকার লোকজন সব সময় শঙ্কিত থাকত। স্থানীয় কয়েক ব্যক্তি অভিযোগ করেন, ঈদুল আযাহার দিন থেকে এ পর্যন্ত ওই এলাকায় ২০-২৫টি চুরি সংঘটিত হয়। এসময় উপস্থিত লোকজন যে মারমত করে তাদেরকে কিলঘুষি মেরে রক্তাক্ত জখম করে।