ভাদ্র-আশ্বিন হচ্ছে তাল পাকার মাস। আম পাকতে যদি অমন গরম পড়ে তাহলে তাল তো আরো বড় ফল গরম তো হবেই। কিন্তু দেশবাসী যে লঘু চাপের বৃষ্টির আশায় বসে ছিল তা কক্সবাজারে ঝরে টরে বিদায় নিয়েছে। এতদিন তো শুনেছেন বৃষ্টি হবে কিন্তু হয়নি। এদিকে আজকে আবহাওয়ার পূর্বাভাসে সাফ সাফ বলে দিয়েছে, বৃষ্টি নাই।
তো আকাশ দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি নাই। এমনকি মেঘও তেমন নাই। ফলে সূর্য আজই তো সুযোগ নিজের রূপ সব ঢেলে দেওয়ার।
কাগজে কলমে বলা আছে সর্বোচ্চ তাপমাত্রা উঠবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাইরে গিয়ে দেখবেন ৪১ ডিগ্রির কম লাগবে না।
গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চট্টগ্রামে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে ১০৩ মিলিমিটার। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে।