১ সেপ্টেম্বর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে জনসভার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি পেয়েছে বিএনপি।বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সমাবেশের জন্য আমরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি পেয়েছি।’
ডিএমপি কার্যালয় থেকে ফিরে তিনি বলেন, জনসভা সফল করার জন্য আমাদের সব প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করছি, এবারের সমাবেশ ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হবে।
দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, এর আগে দুপুরে ডিএমপি কার্যালয়ে বিএনপির তিনজন নেতা লিখিত আবেদন নিয়ে যান। এই তিন নেতার মধ্যে ছিলেন- বিএনপি চেয়াপাসরসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।
জানা যায়, ১ সেপ্টেম্বর ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জনসভা অনুষ্ঠিত হবে।