বলিউডে কারিনা কাপুর খান নিজেই একটি ব্র্যান্ড। সেখানে নতুন করে নিজের মেকআপ ব্র্যান্ড আনলেন জনপ্রিয় এই নায়িকা। এবারের ল্যাকমে ফ্যাশন উইকে র্যাম্পে হাঁটলেন কারিনা। সেসময় তার পরনে ছিল মনীষা জয়সিংয়ের ডিজাইন করা নতুন পোশাক। এ ছাড়াও সম্প্রতি অভিনেত্রী তার নতুন মেকআপ লাইন লঞ্চ করলেন, যার নাম ‘কারিনা কাপুর খান বাই ল্যাকমে অ্যাবসোলিউট’।
নিজের মেকআপ লাইন লঞ্চ করার জন্য কারিনা ল্যাকমে ফ্যাশন উইককেই বেছে নিয়েছেন। তিনি তার ব্র্যান্ডের ঘোষণা দিয়ে বলেন, ‘আমি ল্যাকমের একজন বিশেষ ব্যক্তিত্ব হিসেবে কাজ করে আসছি দীর্ঘদিন ধরে। এটি আমার এবং ভক্তদের জন্য খুবই স্পেশাল। আর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, একজন নারীর সবচেয়ে ভালো বন্ধু তার মেকআপ। প্রতিটি নারীই অন্তত কাজল অথবা লিপস্টিক ব্যবহার করে থাকেন।’
মনীষা জয়সিংয়ের ডিজাইনের পোশাকে ল্যাকমে ফ্যাশন উইকে কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত
কারিনা আরও বলেন, ‘আমার মনে আছে আমি যখন প্রথম মেকআপ ব্যবহার করি, তখন আমার বয়স ছিল মাত্র চার বছর। এখন আমার ব্র্যান্ড ল্যাকমে অ্যাবসোলিউটের মাধ্যমে ভক্তরা আমার খুব কাছাকাছি থেকে যোগাযোগ করতে পারবেন। আমার ব্র্যান্ডে সব ধরনের শেড রয়েছে, যা সকলেই ব্যবহার করতে পারবেন।’