এক সময় পর্ন ইন্ডাস্ট্রিতে অভিনয় করলেও এখন সানি লিওনের পরিচয় সে বলিউড অভিনেত্রী। অন্যদিকে রাখি সবন্তের পিছু ছাড়ে না বিতর্ক। সেই রাখিই এবার সানিকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়লেন।
রাখি ও সানি দু’জনেই দুটি আলাদা কনডম কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তবে ভারতীয় সংবাদমাধ্যমে রাখি দাবি করেছেন, তাঁর কনডম কোম্পানি সানির কনডম কোম্পানির থেকে ভাল।
সানি লিওনের ব্র্যান্ড বা অন্যান্য কোম্পানির কনডম না কিনে তাঁর ব্র্যান্ডের কন্ডোম কেনার জন্যও গ্রাহকদের অনুরোধ করেছেন রাখি। কোন ফ্লেভারের কন্ডোম কিনলে গ্রাহক লাভবান হবেন, সেই পরামর্শও দিয়েছেন রাখি।
তবে এই প্রথমবার নয়। এর আগেও সানিকে লক্ষ করে কথা বলেছেন রাখি সবন্ত। বার বার তুলনাও করেছেন। তবে কোন গ্রাহক কার কনডম কিনবেন, তা বাজার সমীক্ষাই বলতে পারবে। কিন্তু সেকথা রাখিকে বোঝানোর সাধ্য কার আছে?