পরকীয়া হল বিবাহিত কোন ব্যক্তির (নারী বা পুরুষ) স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কোন ব্যক্তির সাথে বিবাহোত্তর বা বিবাহবহির্ভূত প্রেম, যৌন সম্পর্ক ও যৌন কর্মকাণ্ড। মানবসমাজে এটি লঘু বা গুরুভাবে নেতিবাচক হিসেবে গণ্য। দাম্পত্য জীবনে পরকীয়ায় স্বামী-স্ত্রীর বিশ্বাস নষ্ট হচ্ছে।
পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক আজ পরকীয়ার ছোবলে ধ্বংসের পথে। লোকমুখে পরকীয়া নিয়ে চলে রসাত্মক আলোচনা। প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে এটা সূত্রে প্রমাণিত।
পরকীয়া নির্ভর কাহিনি নিয়েই এসডি প্রিন্স যৌথভাবে নির্মাণ করেছিলেন ‘লাভ গেম’ শিরোনামের বিশেষ শর্টফিল্ম । যা ইউটিউব চ্যানেল ‘আই মিডিয়া’য় গত জানুয়ারির শুরুতে মুক্তি পায়।
এতে অভিনয় করেছিলেন তারিফ কাজী, দিলরুবা ডলি, নীল আকাশ ও সুষমা ইসলাম পৃথিবী। সম্প্রতি এর সিকু্যয়াল ‘দ্য মাইন্ড গেম’ নির্মাণ করা হয়েছে। যা সম্প্রতি ইউটিউব চ্যানেল আই মিডিয়ায় মুক্তি দেওয়া হয়েছে।
‘দ্য মাইন্ড গেম’-এর ট্রেইলর এ দেখে অনেকেই মন্তব্য করেছেন যে, ”সাহসীকতার দিক দিয়ে দেশের সব রেকর্ড ভঙ্গ করবে ‘দ্য মাইন্ড গেম’।”
এ প্রসঙ্গে নির্মাতা এসডি প্রিন্স বলেন, ‘সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ পরকীয়া। আর আমরা পরকীয়া সম্পর্কে মানুষকে সতর্ক করতেই নির্মাণ করেছিলাম ‘লাভ গেম’। শর্ট’ফিল্মটি ব্যাপক আলোচিত হওয়ায় এর সিক্যুয়াল নির্মাণের আগ্রহ থেকে ’দ্য মাইন্ড গেম’ নির্মাণ করেছি। এতে লাভ গেমের মূল নায়িকা দিলরুবা ডলি ছাড়া সিকু্যয়ালে পুরনো আর কাউকে রাখা হয়নি।
আর নতুন হিসেবে অভিনয় করেছেন তীব্র, কৃষ্ণ ও পল্লবী। দ্য মান্ড গেম-এর প্রধান চরিত্রে যথারীতি ছিলেন ডলি। এই মেয়েটির অভিনয় দক্ষতা এবং গল্পের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা দেখে আমি অভিভুত। আশা করি সে বহুদূর যাবে। এবং দেশ এক উজ্জ্বল অভিনেত্রী পাবে।
তিনি আরো বলেন, ‘ক্রিয়ার প্রতিক্রিয়া কী হতে পারে? এই বার্তা দিতেই মূলত আমাদের এই শর্টফিল্ম ‘দ্য মাইন্ড গেম’। একটু সাহসী শর্টফিল্ম হলেও আশা করি দর্শকরা ভালো চোখেই তা গ্রহণ করবেন।