এমন পোশাক কেন – কাঁধ খোলা আকাশি রঙের ড্রেস। আর সেই পোশাক নিয়েই তীব্র ভাবে ট্রোলড্ হতে হল পরিণীতি চোপড়াকে। একে তো ‘এ কেমন’ পোশাক, তার উপরে তা কেন সামলাতে পারছিলেন না, তা নিয়েও ট্রোলিং।
মুম্বইতে ‘নমস্তে ইংল্যান্ড’ ফিল্ম প্রোমোশনে গিয়েছিলেন পরিণীতি চোপড়া। সঙ্গে ছিলেন অর্জুন কাপূর। পাপারাজ্জিদের দিকে পোজ দিতে এগিয়ে আসছিলেন অভিনেত্রী। পোশাক নিয়ে কেমন যেন অস্বস্তি-অস্বস্তি ভাব। কখনও নিজের পোশাক ঠিকঠাক করছেন, কখনও এলো চুল সেট করছেন।
আর পরক্ষণেই আর এক জন জুড়ে দিলেন ‘‘কী দরকার এই ধরনের পোশাক পরার, যেটা সামলাতেই পারেন না?’’ কেউ তো আবার অভিনেত্রীর পোশাক আর শরীর জুড়েও বিদ্রুপ করেছেন। সোশ্যাল প্ল্যাটফর্মে সোজা লিখে দিয়েছেন, ‘‘পোশাকটাই তো খুব টাইট। মনে হচ্ছে যেন শরীরে লেপ্টে আছে। ঠিকঠাক ফিটই তো হচ্ছে না।’’
ছবি দেখে অনেকেরই মনে হয়েছে, যে পোশাক তিনি পরেছেন, তা আদৌ ‘ক্যারি’ করতে পারছেন না পরিণীতি। ইনস্টাগ্রামে একজন লিখেছেন— ‘‘যে কোনও পোশাকে পরিণীতি প্রায় সবসময়েই কনফিডেন্ট। তবে ইদানিং ওজন কমানোর পর থেকে নিজের পোশাক নিয়ে কিছুটা টালমাটাল অবস্থা দেখছি পরিণীতির।’’
বেশ কিছু ফ্লপের পর পরিণীতি আবার নতুন ছবিতে হাত দিতে চলেছেন। ‘নমস্তে ইংল্যান্ড’-এ পরিণীতিকে দেখা যাবে অর্জুন কাপূরের সঙ্গে।