বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্রের কথা মনে আছে তো? তাহলে নিশ্চয়ই মনে আছে সেই মেয়েটির কথাও। এখন তিনি মালয়েশিয়া থাকছেন। পড়ছেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিংয়ে।
গত বছর ঢাকায় যখন আসেন, কয়েকটি নাটকে অভিনয় করেন পরিচিত নির্মাতাদের অনুরোধে। এবারও ঢাকায় এসেছেন তিনি, ঈদের চারদিন আগে।
না, ফের অভিনয়ের জন্য নয়, কেবল কয়েকটা দিন নিজের মতো করে থাকতে বাবা-মায়ের কাছে এসেছেন ফারিয়া শাহ্রিন। বললেন-প্রতিবারই যখন মালয়েশিয়া থেকে ঢাকায় আসি, তখন কয়েকটি নাটকে অভিনয়ের প্রস্তাব পাই। এবার আসার আগেই সিদ্ধান্ত নিয়েছি, কোনো কাজ করবো না। শুধু পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় কাটাবো।
ফারিয়া খুব সচেতন ভাবেই বলেছেন আরও বিভিন্ন কথা। জানিয়েছেন- শোবিজের প্রতি সম্মান রেখেই বলছি, মিডিয়া আমার কাছে অনেক কিছু, কিন্তু সবকিছু না।
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহ্রিন। তখন ২০০৭। এরপর কাজ করতে থাকেন বিভিন্ন নাটক আর বিজ্ঞাপনচিত্রে। চলচ্চিত্রেও ঢুঁ মেরেছেন তিনি।
দেশে ফিরে একটি ফেসবুক পোস্টে ফারিয়া লিখেন-
সম্মানিত মিডিয়ার ভাইয়েরা আমার, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাকে কোনো কাজের অনুরোধ করে লজ্জা দেবেন না। আমি খুব কম সময়ের জন্য বাংলাদেশে এসেছি। ঈদ উদ্যাপন করতে এবং আমার পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানোর জন্য। তাই এই ছুটিতে কোনো কাজ করতে চাই না। আমি শুধু কয়েকটা দিন আনন্দের মধ্যে থাকতে এসেছি।