ফুলে ফুলে সাজানো ব্যাকগ্রাউন্ড। তার সামনে পুরাণকথায় আশ্রমিক কন্যাদের সাজে বসে আছেন তিনি। পাশে আছেন তাঁর সখীরা। আর তারা একে একে দুধ ঢেলে দিচ্ছেন কন্যার মাথায়। কুচো কুচো ঝরে পড়ছে গোলাপের পাপড়ি। ১, ২ নয়, মোট ১০০ লিটার দুধে গোসল সারছেন সানি লিওন।
‘এক পহেলি লীলা’র ট্রেলর মুক্তি পেয়েছে সম্প্রতি। আর সেখানেই দর্শককে বিরল দৃশ্যের সাক্ষী করিয়ে ১০০ লিটার দুধে গোসল সারলেন সানি।
‘এক পহেলি লীলা’ ছবিতে সানিকে দেখা যাবে তিন রূপে। তাতেই এক সময় দেবীর রূপে পর্দায় আসবেন তিনি। পরিচালক সেই দেবীকেই গোসল করালেন দুধসাগরে।
তবে ছবির শুটিং মোটেও সহজ হয়নি। শীতকালে রাজস্থানে কনকনে ঠাণ্ডায় চলছিল শুটিং। ঠাণ্ডার জেরে সানিকে দুধ গোসল করানোই মুশকিল হয়ে পড়ছিল্ পরে গরমজল দিয়ে দুধ পাতলা করে কোনওরকমে কাজ সারা হয়। তাতেও রক্ষে নেই। একটা-দুটো শটের পরেও নায়িকা পড়লেন অ্যালার্জির কবলে। তবে পেশাদার অভিনেত্রী সানি নাকি সে সব পাত্তাও দেননি। নিজের সব অসুবিধা নিয়েও শুটিং চালিয়ে যান। এবং পরিচালকও নিজের পছন্দমতো ফ্রেমবন্দি করতে পারেন সানির দুধ গোসলের দৃশ্য।
ছবিতে সানির ‘ভিক্টোরিয়া সিক্রেট অ্যাঞ্জেল’-এ সানিকে দেখে চমকে গেছেন সকলে। এমনিতে ছবিতে সানি থাকা মানেই তাপমাত্রার পারদ কয়েক ধাপ চড়ে যাওয়া। এ ছবিতেও তার সবরকম ব্যবস্থা করে রেখেছেন পরিচালক ববি খান। তিন তিনটে রূপে সানি লিওনকে এখানে হাজির করেছেন তিনি। একবার দেবী, একবার ভিক্টোরায়ান সিক্রেট অ্যাঞ্জেল তো আর একবার আইটেম সংয়ে ডান্স করতে দেখা যাবে তাঁকে। তিন সানিতে লীলা যে কম জমবে না তাঁর আঁচ দিচ্ছে ট্রেলারই। ট্রেলারে সেনসুয়াস সানিকে দেখতে দেখতে এনকেই বলছেন, এ তো সবে ট্রেলর, লীলা আভি বাকি হ্যায়